Archive for অগাষ্ট, 2008|Monthly archive page

মোশাররফ : মোহাজের থেকে প্রেসিডেন্ট

গতকাল সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পদত্যাগ করেছেন। পদত্যাগ করায় তার মুখ ধীরে ধীরে অপসৃত হয়ে যাবে। বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যেতে থাকবেন তিনি। তবু তিনি আলোচনায় থাকবেন দীর্ঘদিন। কে এই মোশাররফ?

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করলেও মোশাররফ পাকিস্তানী বংশোভূত নন। জন্মগতভাবে তিনি ভারতীয়। সৈয়দ মোশাররফ উদ্দিন ছিলেন তার পিতা। তার মূল নাম হলো ‘পারভেজ’। পিতার নাম জুড়ে দেয়ায় তিনি ‘পারভেজ মোশাররফ’ হিসাবে পরিচিত হয়ে উঠেন।
বিস্তারিত পড়ুন

Advertisements

ওয়াইম্যাক্স লাইসেন্স প্রদান করা হবে ২৯ সেপ্টেম্বর

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর রোডম্যাপ অনুসারে আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াইম্যাক্স লাইসেন্স প্রদান করবে। এ সংক্রান্ত নিলাম অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। ইতিমধ্যে বিটিআরসি ওয়াইম্যাক্সের মাধ্যমে টেলিফোনি এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের বিভিন্ন সেবা প্রদানের লাইসেন্সের খসড়া গাইডলাইন ওয়েব-সাইটে প্রকাশ করেছে। খসড়া গাইড লাইনের উপর বিটিআরসি ইমেলে মতামত গ্রহণ করে ৯ জুলাই পর্যন্ত। মতামতগুলো যাচাই-বাছাই করে মূল লাইসেন্স গাইডলাইনটি তৈরির জন্য বিটিআরসি কাজ করছে, যা আগামী ৬ আগস্টের মধ্যে বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বাংলাদেশের জন্য খুব সম্ভাবনাময় ওয়াইম্যাক্স লাইসেন্সের জন্য আগ্রহী প্রতিষ্ঠানসহ ইকুইপমেন্ট ভেন্ডর কোম্পানিগুলো নিজ নিজ প্রস্তুতি গ্রহণ করছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে এই নতুন প্রযুক্তিটির ভবিষ্যৎ নিরূপণের চেষ্টা করছে। সংশ্লিষ্টরা ওয়াইম্যাক্সের খসড়া গাইড লাইন নিয়ে কিছু প্রশ্ন তুলেছে। তবে আশা করা হচ্ছে বরাবরের মতো এবারো বিটিআরসি সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে মূল গাইডলাইন তৈরি করবে।

বিস্তারিত পড়ুন